শবে বরাতে সদলবলে মাইক নিয়ে কবর যিয়ারত করতে যাওয়া

প্রশ্ন

আমাদের এলাকায় শবে বারাআতে একটি ভ্যান গাড়ি ( রিকশা) এর মধ্যে মাইক সিস্টেম করে, কবর জিয়ারত করা হয় 20, 30 জন লোক হয়ে যায়। তারা মাইকে কালিমা পাঠ করে আর পাড়ায় যত কবরস্থান আছে সেখানে যিয়ারত করে। আমি মাওলানা কে বললাম, এটা আপনি কেনো করেন? এ রকম তো দলিল থেকে সাবিত নেই। উনি উত্তরে বলেন আমি জরুরি মনে করি না। এ বিষয়ে আপনার ফতওয়া জানতে চায়।

প্রশ্নকারীর নাম: আকরাম

প্রশ্নকারীর ঠিকানা: হাওড়া

প্রকাশিত: 01-03-2023

উত্তর

ফতওয়া নং ১২
    ঈমানদারদের কবর যিয়ারত করা ও তাদের জন্য দুআ করা মুস্তাহাব।  নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লামের যুগ থেকে আজ পর্যন্ত এর প্রতি সমগ্র উম্মতের আমল চলে আসছে। এর দ্বারা হৃদয় নরম হয়, মৃত্যু স্মরণ হয়। সপ্তাহে একদিন বিশেষ করে জুমুআর দিন, শনিবার, সোমবার,বৃহস্পতিবার কবর যিয়ারত করা মুস্তাহাব। জুমুআর দিন সকাল এর জন্য সর্বোত্তম সময়।

     শবে বারাআতেও নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  একবার একাকী ভাবে  কবর যিয়ারত করেছেন বলে একটি যঈফ হাদীস দ্বারা প্রমাণ পাওয়া যায়। জামে' আত-তিরমিযি হাদীস নং ৭৩৯। তাই যরূরী না ভেবে এটা করা জায়েয, বরং  উত্তম।

তবে, যেহেতু এটি একটি নফল ইবাদত আর নফল ইবাদত যত গোপনে করা যায়, আল্লাহর কাছে  ততই মূল্য পায়। তাই এর জন্য মাইকের ব্যবস্থা করা শরীয়তের মেযাজ বিরোধী। বুখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থ ফাতহুল বারী  ২য় খন্ড ৩৩৮ পৃষ্ঠায়  বলা আছে, শবে বারাআত ইত্যাদি ফযীলত পূর্ণ রাত গুলিতে রাত্র জাগরণের জন্য সমবেত হওয়া মাকরূহ। কেননা নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবায়ে কেরাম রাযিয়াল্লাহু আনহুমরা এমন করতেন না। 

অতএব যরূরী মনে না করলেও কবর যিয়ারতের উদ্দেশ্যে প্রশ্নে উল্লেখিত পদ্ধতি অবলম্বন করা শরীয়ত সম্মত নয়। 

     উত্তম পন্থা হলো, দেশ প্রথা অনুসরণ না করে,প্রত্যেকে ব্যক্তিগত সুযোগ-সুবিধা অনুযায়ী  নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেমন ভাবে কাউকে না ডেকে না জানিয়ে এমনকি যে স্ত্রীর কাছে রাত্রিযাপন করছিলেন তাঁকে পর্যন্ত না জানিয়ে একাই গিয়েছিলেন, তেমন ভাবে যিয়ারত করতে যাওয়া।

নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ কেউ আমাদের এ শরীআতে নাই এমন কিছুর অনুপ্রবেশ ঘটালে তা হবে প্রত্যাখ্যাত। 

সহীহ্ বুখারীর ২৬৯৭নং ও সহীহ্ মুসলিমের ৪৩৮৪ নং হাদীস। 

 

                স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
 ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
 ১২ রমাযান,১৪৪৪(04/04/2023)


উত্তর দেখা হয়েছে : 349