আল্লাহুম্মা সল্লে আলা .........এটা কি দরুদ।

প্রশ্ন

"আল্লাহুম্মা সল্লে আলা সাইয়েদিনা,মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সায়্যিদিনা, মাওলানা মুহাম্মাদ" এটা কি দরুদ শরীফ, এটা কি পড়া চলবে?

প্রশ্নকারীর নাম: Not Available

প্রশ্নকারীর ঠিকানা: Not Available

প্রকাশিত: 02-03-2023

উত্তর

 ফতওয়া নং ৯

শব্দাবলীর ভিত্তিতে দরূদ তিন প্রকারের হতে পারে। 
প্রথমতঃ এমন দরূদ শরীফ যার শব্দগুলি প্রমাণিত। এ ধরণের দরূদ শরীফ হলো সর্বশ্রেষ্ঠ দরূদ শরীফ। 
দ্বিতীয়তঃ এমন দরূদ শরীফ যার শব্দগুলি প্রমাণিত নয়; তবে তার মধ্যে কোনো শব্দ শরীয়ত বিরোধী নয়। এধরণের দরূদ শরীফ পাঠ করা জায়েয আছে।
তৃতীয়তঃ এমন দরূদ যার মধ্যে শরীয়ত বিরোধী কোনো শব্দ আছে। এ ধরণের দরূদ পাঠ করা না জায়েয। 

    প্রশ্নে উল্লেখিত দুআটি দরূদ শরীফ। এবং এটি সুনানে নাসায়ীর ১২৯২ নং হাদীসে"সায়্যিদিনা" ও "মাওলানা" শব্দ ছাড়া বর্ণিত আছে, । প্রশ্নে  উল্লেখিত দরূদে এই দুই শব্দের সংযোজন ঘটেছে। আর এ ধরনের শব্দের সংযোজন দোষনীয় নয়, বরং উত্তম (দুর্রে মুখতার শামী সহ ২/ ২২৩ পৃঃ) । আর নবী (সঃ) নিজেকে "সায়্যিদ" বলে আখ্যায়িতও করেছেন।( মুসলিম ৫৮৩৪ নং হাদীস)অতএব উক্ত দরূদ শরীফ পড়া নিঃসন্দেহে জায়েয আছে।

 

                  স্বাক্ষরঃ

 মুফতী সাইফুল ইসলাম কাসিমী

ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।

৩রা রমাযান,১৪৪৪(26/03/2023)

 

 


উত্তর দেখা হয়েছে : 601