প্রশ্ন
নামাযে শাহাদাত আঙ্গুল নাড়ানোর সঠিক পদ্ধতি জানালে উপকৃত হবো। হুগলী, পশ্চিমবঙ্গ, ভারত।
প্রশ্নকারীর নাম: Not Available
প্রশ্নকারীর ঠিকানা: হুগলী, পশ্চিমবঙ্গ, ভারত।
প্রকাশিত: 02-03-2023
উত্তর
ফতওয়া নং ৮
নামাযের বৈঠকে তাশাহহুদ পড়া কালীন আঙ্গুল দ্বারা ইশারা করার সঠিক নিয়ম এই যে, তাশাহহুদ পড়তে পড়তে যখন আশ-হাদু আল্লা ইলাহা-এ পৌঁছবে, তখন ডান হাতের বৃদ্ধাঙ্গুল ও মধ্যমা আঙ্গুল দ্বারা বলয় বানিয়ে অনামিকা ও কনিষ্ঠাঙ্গুলি বন্ধ করে নেবে এবং শাহাদত আঙ্গুল উঠিয়ে উপরের দিকে ইশারা করবে। ইশারা করতে গিয়ে 'লা ইলাহা' বলার সময় আঙ্গুল উঠাবে আর 'ইল্লাল্লাহ্' বলার সময় নামিয়ে নেবে এবং শেষ পর্যন্ত এভাবে বলয় বেঁধে ও আঙ্গুল নামিয়ে রাখবে, নাড়াতে থাকবে না।
সুনানে আবু দাউদ ৯৮৯ নং হাদীস দ্রষ্টব্য।
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৩রা রমাযান,১৪৪৪(26/03/2023)
উত্তর দেখা হয়েছে : 431