প্রশ্ন
বিতরের নামাযের পর কি কোন নফল নামায আছে? অনেককে দেখা যায়, বিতরের নামাযের পর আরও দু'রাকআত নামায আদায় করে থাকে। এ সম্পর্কে বিস্তারিত জানালে উপকৃত হবো। থেকে বলছি।
প্রশ্নকারীর নাম: Not Available
প্রশ্নকারীর ঠিকানা: হুগলি, পশ্চিমবঙ্গ
প্রকাশিত: 03-03-2023
উত্তর
ফতওয়া নং ৭
বিতর নামাযের পর দু'রাকআত নফল নামায পড়া নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে প্রমাণিত।
উম্মে সালামাহ (রযিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিতরের নামাযের পর দু'রাকআত নামায আদায় করতেন।
সুনানে তিরমিযী হাদীস নং ৪৭১ ও সুনানে ইবনে মাজাহ হাদীস নং১১৯৫
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৯ই শা'বান ১৪৪৪(12/03/2023)
উত্তর দেখা হয়েছে : 445