সুদের টাকা সম্পর্কে

প্রশ্ন

সম্মানিত মুফতি সাহেব, আমি মোঃ আব্দুল আজিজ, দক্ষিণ ২৪ পরগনা, কাকদ্বীপ, আমার জানার বিষয়, সুদের টাকা নিয়ে মসজিদ-মাদ্রাসার বাথরুম তৈরি করা যাবে কি?

প্রশ্নকারীর নাম:

প্রশ্নকারীর ঠিকানা:

প্রকাশিত: 03-03-2023

উত্তর

ফতওয়া নং ৬

সুদ নেওয়া ও দেওয়া উভয়ই হারাম। 

সূরা-বাকরাহ  ২৭৫ নং আয়াতে বলা আছে "আল্লাহ ক্রয়-বিক্রয়কে হালাল ও সুদকে হারাম করেছেন "

      মসজিদ-মাদ্রাসাকে, এমনকি তার বাথরুম গুলোকেও সুদ থেকে সম্পূর্ণ দূরে রাখা দরকার। 

কিতাবুল ফাতাওয়া ৪/২৩৫ পৃঃ,কিতাবুন নাওয়াযিল ১৩/৩৩৭ পৃঃ, ফাতাওয়া ক্বাসিমিয়া ১৮/৪৯৭,৫০৩,পৃঃ,ফাতাওয়া দীনিয়া ৪/১৫৯ পৃঃ।

     সুদের টাকা যার নিকট থেকে নেওয়া হয়েছে  সেই এর মালিক। তাকেই ফিরিয়ে দেওয়া কর্তব্য। ব্যাঙ্কের সুদ যেহেতু মালিককে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়,ব্যাঙ্কে ছেড়ে রাখাও জায়েয নয়,তাই এর বিধান এই যে, ওই সুদ ব্যাঙ্ক থেকে তুলে নিয়ে বিনা সওয়াবের নিয়তে ফকীর- মিসকীনকে দান করে দিতে হবে।

ফাতাওয়া শামী ৬/৩৮৫পৃঃ, ফাতাওয়া হিন্দিয়া৫/৩৪৯পৃঃ।

 

স্বাক্ষরঃ

 মুফতী সাইফুল ইসলাম কাসিমী

ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।

১৮ই শা'বান ১৪৪৪(11/03/2023)


উত্তর দেখা হয়েছে : 690