আকীকা

প্রশ্ন

হযরত আমার প্রশ্ন হলঃ একজন শিশু জন্ম হওয়ার ৪ দিন পর মারা যায়। এদিকে তার বাবা আকীকার জন্য একটি পশু ক্রয় করেছিল। এখন সে ব্যক্তি বাচ্চাটির জন্য আকীকাহ করবে না আকীকাহ করবে না ? সে কি পশুটি বিক্রি করে দিতে পারবে কিংবা নিজেরা যবাহ করে খেতে পারবে ?

প্রশ্নকারীর নাম:

প্রশ্নকারীর ঠিকানা:

প্রকাশিত: 03-03-2023

উত্তর

ফতওয়া নং ৩

উক্ত পশুটিকে শিশুর পিতা জবাই করতে, বিক্রি করতে বা অন্য খাতে ব্যবহার করতে পারে। আকীকা জীবিত মানুষের করতে হয়। মৃত মানুষের আকীকা মুস্তাহাব হওয়ার কোনো প্রমাণ নেই। তবে এ ক্ষেত্রে সুন্নাত বা মুস্তাহাব না ভেবে বাচ্চার সুপারিশ পাওয়ার আশায় আকীকা করলে, তা নাজায়েয হবে না।
ফাতাওয়ায়ে রহীমিয়া ১০/৬১পৃষ্ঠা, জামিউল ফাতাওয়া ৮/২৭৭,২৮১পৃষ্ঠা ও মাসাইলে ঈদাঈন ওয়া কুরবানী ২০২পৃষ্ঠা দ্রষ্টব্য।

                                  স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৪ই শা'বান ১৪৪৪(07/03/2023)

 


উত্তর দেখা হয়েছে : 537