শবেবরাতের রাতে নামায

প্রশ্ন

শবেবরাতের রাতে বিতরের নামায জামাত করে পড়া যাবে কি?

প্রশ্নকারীর নাম:

প্রশ্নকারীর ঠিকানা:

প্রকাশিত: 04-03-2023

উত্তর

ফতওয়া নম্বর ২

বিতরের নামায জামাআত করে পড়া শুধুমাত্র রমাযান মাসের বৈশিষ্ট্য। অতএব শবে বরাআতে  বিতরের নামায জামাআত করে পড়া সুন্নত বা মুস্তাহাব কিছুই নয়। বরং মুক্তাদীর সংখ্যা তিন জনের অধিক  হলে সর্বসম্মত ভাবে মাকরূহ হবে।
দুর্রে মুখতার ২/৪৮ ও আল বাইরুর রাইক ১/৭০ পৃষ্ঠা দ্রষ্টব্য।

স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৩ ই শা'বান ১৪৪৪(06/03/2023)


উত্তর দেখা হয়েছে : 391