প্রশ্ন
দাড়ীবিহীন ব্যক্তির ইকামাত দেওয়া চলবে কিনা ?
প্রশ্নকারীর নাম:
প্রশ্নকারীর ঠিকানা:
প্রকাশিত: 04-03-2023
উত্তর
ফতওয়া নং ৪
দাড়ী মুণ্ডন করা বা ছেঁটে এক মুষ্ঠির কম করা হারাম। যে এরূপ করে,সে ফাসিক। তার আযান ও ইকামত দেওয়া মাকরূহে তাহরীমী।
আদৌ দাড়ী গজায়নি, এমন ব্যক্তি প্রাপ্ত বয়স্ক হলে,তার আযান ও ইকামত দেওয়াতে কোনো দোষ নেই।
বালক হলে, যদি বুঝ সম্পন্ন হয়, তাহলে তার আযান ও ইকামত দেওয়া জায়েয; তবে অনুত্তম। যদি বালক অবুঝ হয়, তাহলে তার ইকামত জায়েয নয়।
উমদাতুল ফিক্বহ ২/৩০,৩৬পৃঃ, ফাতাওয়ায়ে শামী ২/৬১পৃঃ, ফাতাওয়ায়ে আলমগীরী ১/৫৪ পৃঃ,বাদাইউস সনাই' ১/৬৪৬ পৃঃ, ফাতাওয়ায়ে তাতারখানিয়া ২/১৪৫পৃঃ,শামী সহ ছাপা দুর্রে মুখতার ৯/৫৮৩পৃঃ।
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৫ই শা'বান ১৪৪৪(08/03/2023)
উত্তর দেখা হয়েছে : 816