প্রশ্ন
মসজিদের জন্য ওয়াক্ফ কৃত জমি থেকে উপার্জিত অর্থ ঈদগাহের কোন কাজে ব্যয় করা যাবে কি? বিষয়টি রেফারেন্স সহ জানালে খুব উপকৃত হবো।
প্রশ্নকারীর নাম: আব্দুল্লাহ
প্রশ্নকারীর ঠিকানা: ২৪ পরগানা
প্রকাশিত: 06-03-2023
উত্তর
ফতওয়া নং ৫
মসজিদের জন্য ওয়াক্ফ কৃত জমি থেকে উপার্জিত অর্থ ঈদগাহের কোন কাজে ব্যয় করা যাবে না। বরং ওই অর্থ যে মসজিদের অক্ফ সম্পত্তি থেকে উপার্জিত, সেই মসজিদেরই কোনো কাজে ব্যয় করতে হবে। এখন যদি ওই মসজিদে উক্ত অর্থের প্রয়োজন না হয়, তাহলে তা সংরক্ষণ করে রাখতে হবে। যখন ওই মসজিদে প্রয়োজন হবে, তখন ওটা তাতে ব্যয় করতে হবে। যদি ওই মসজিদে কখনো প্রয়োজন না হয়, তাহলে ওই মসজিদের অধিক নিকটবর্তী মসজিদে দেওয়া চলবে। সেখানে প্রয়োজন না হলে,নিকটবর্তী যে মসজিদে প্রয়োজন, তাতে দিতে হবে।
ফাতাওয়ায়ে হিন্দিয়া ২/৪৬৩পৃঃ, শামী ৪/৩৫৮ পৃঃ,৬/৫৪৯ পৃঃ দ্রষ্টব্য।
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৬ই শা'বান ১৪৪৪(09/03/2023)
উত্তর দেখা হয়েছে : 522