জুমআর দিনে নামাজের জন্য এলান করা যাবে কি?

প্রশ্ন

আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হলো এই যে আমি যে মসজিদে থাকি, সেখানে একটা রেওয়াজ বহুদিন ধরেই চালু আছে। প্রতি জুমুআর দিন ১১:৩০মিনিটে এই মসজিদে জুমুআর নামাযের জন্য এ'লান করা হয় । এটা কি করা যাবে? জানালে উপকৃত হতাম।

প্রশ্নকারীর নাম: Not Available

প্রশ্নকারীর ঠিকানা: Not Available

প্রকাশিত: 08-03-2023

উত্তর

ফতওয়া নং ১১

    এই প্রথা ঠিক নয়।  পরবর্তীতে এটা বিদআতের রূপ ধারণ করার আশংকা আছে।আর প্রতিটি বিদআতকে হাদীসে ভ্রষ্টতা বলে আখ্যায়িত করা হয়েছে (মুসলিম হাদীস নং১৮৯০)। অন্য এক হাদীসে আছে, বিদআতীরা যখন হাউযে কাউসারে পানি পান করতে যাবে,তাদেরকে পানি পান করতে না দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়া হবে।(বুখারী ৬৫৮৪) 

     নামাযের সময়ের ঘোষণার জন্য ইসলাম আযানের সুব্যবস্থা রেখেছে। নামাযীদের আহ্বানের জন্য এটাই যথেষ্ট। ইসলামী বিধান পরিপূর্ণ। আল্লাহ পাক বলেনঃ আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ( মায়িদা আয়াত নং ৩)। অতএব, দ্বীন ইসলামে নতুন করে কিছু সংযোজনের প্রয়োজন ও অবকাশ নেই। 

নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ কেউ আমাদের এ শরীআতে নাই এমন কিছুর অনুপ্রবেশ ঘটালে তা হবে প্রত্যাখ্যাত। 

সহীহ্ বুখারীর ২৬৯৭নং ও সহীহ্ মুসলিমের ৪৩৮৪ নং হাদীস। 

 

                    স্বাক্ষরঃ

 মুফতী সাইফুল ইসলাম কাসিমী

ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।

৪ঠা রমাযান,১৪৪৪(27/03/2023)


উত্তর দেখা হয়েছে : 594