শাফিঈ মতাবলম্বী মুসাফিরের পিছনে হানাফীর নামায।

প্রশ্ন

ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি এর নিকট মুসাফিরের নামাজ কসরের থেকে পুরো পড়া উত্তম। শাফিঈ মাযহাবের কোন আলেম যদি মুসাফির হন, আর তিনি যদি চার রাকাত নামাযের ইমামতি করেন আর হানাফিরা ইক্তেদা করেন, তাহলে হানাফিদের নামায হবে কিনা?

প্রশ্নকারীর নাম: মোহাম্মদ নাসির উদ্দিন মল্লিক

প্রশ্নকারীর ঠিকানা: হরিশপুর. আমুল. পূর্বস্থলী. পূর্ব বর্ধমান .713514

প্রকাশিত: 15-03-2023

উত্তর

ফতওয়া নং ৮৯

 

    বর্ণিত মাসআলাটি আমাদের আকাবিরদের  মাঝে বিতর্কিত— মুফতী শফী সাহেব (রঃ) বলেন যে, এরূপ ক্ষেত্রে হানাফী মুক্তাদির নামায শুদ্ধ হবে না। পক্ষান্তরে হযরত আনওয়ার শাহ কাশ্মীরী (রঃ) এর মতে এভাবেও নামায আদায় হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রযিয়াল্লাহু আনহু থেকেও এর  সমর্থন পাওয়া যায়।( সুনানে আবু দাউদ হাদীস নং ১৯৬০) অতএব এরূপ ক্ষেত্রে হানাফী মুক্তাদির নামায শুদ্ধ হওয়াটাই যুক্তিযুক্ত।
( ফাতাওয়া দারুল উলুম যাকারিয়্যা: ২/২৯২পৃষ্ঠা)

 

              স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
লা মুহাররম ১৪৪৪হিজরী(20/07/2023)


উত্তর দেখা হয়েছে : 116