নফল নামাজ বসে পড়া যাবে কি ?

প্রশ্ন

শায়খ আমাদের দেশে অনেক চাচাজি এবং ভাইয়েরা কোন অসুস্থতা ছাড়াই বিতরের নামাজের পর দু'রাকাত নফল নামাজ বসে বসে পড়ে থাকেন,এটা কি জায়েয হবে? দলিল সহকারে উত্তরের আশা করছি ‌‌‌।

প্রশ্নকারীর নাম: মোহাম্মদ মাহবুব সরদার মগরাহাট

প্রশ্নকারীর ঠিকানা: দক্ষিণ ২৪ পরগানা

প্রকাশিত: 16-03-2023

উত্তর

ফতওয়া নং ১০৫
 

 

     নফল নামায  বসে পড়া জায়েয আছে; তবে শরীয়ত গ্রাহ্য কারণ ছাড়া বসে পড়লে, অর্ধেক সাওয়াব হবে। 
রসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ যদি কেউ দাঁড়িয়ে নামায আদায় করে তবে তা-ই উত্তম। আর যে ব্যক্তি বসে নামায আদায় করবে, তাঁর জন্য দাঁড়িয়ে নামায আদায়কারীর অর্ধেক সওয়াব আর যে শুয়ে আদায় করবে তার জন্য বসে আদায়কারীর অর্ধেক সওয়াব।(সহিহ বুখারী, হাদিস নং ১১১৫)

 

                   স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৮ মুহাররম৪৪৫হিজরী(27/07/2023)


উত্তর দেখা হয়েছে : 135