প্রশ্ন
তারাবি নামাজ কতো রাকাত ?
প্রশ্নকারীর নাম: মাসুম
প্রশ্নকারীর ঠিকানা: মুরারিপুর
প্রকাশিত: 18-03-2023
উত্তর
ফতওয়া নং ১৪
তারাবীহের নামায বিশ রাকাত সুন্নাতে মুয়াক্কাদাহ্। এটা রাসুল (সাঃ), সাহাবী, তাবেঈন, তাবে-তাবেঈন এবং মুজতাহিদ ইমামগণের আমল দ্বারা প্রমাণিত।
মুসান্নাফে ইবনে আবী শায়বা হাদীস নং ৭৬৮০,৭৬৮১,৭৬৮২, ৭৬৮৩,৭৬৮৪,৭৬৯২,আল আওসাত হাদীস নং ৭৯৮, বায়হাকী হাদীস নং ৪২৯০,৪২৯১,তাবারানী আল কাবীর হাদীস নং ১২১০২,
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৯ রমাযান,১৪৪৪(11/04/2023)
উত্তর দেখা হয়েছে : 283