মহিলাদের চাকুরী করা

প্রশ্ন

মাননীয় মুফতি সাহেব আমার প্রশ্ন হল বর্তমান সময়ে পর্দা করে মহিলাদের প্রাইমারিস্কুল, হাই স্কুল ,কলেজ, অফিস ও আদালতে চাকুরী করার বিধান কি ?      
      

প্রশ্নকারীর নাম: আরিফ খান

প্রশ্নকারীর ঠিকানা: ভগবানগোলা 2 মুর্শিদাবাদ

প্রকাশিত: 19-03-2023

উত্তর

ফতওয়া নং ২৩৮

    মহিলারা ঘরের অভ্যন্তরে অবস্থান করবে, এটাই ইসলামের নির্দেশনা। সে অনুসারে 'চাকরি না করে জীবনটা ঘরে ‘ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেয়া সবচেয়ে নিরাপদ ও উত্তম জীবন যাপন। তবে যদি সম্ভব হয়,  এমন একটা চাকরি করা , যেখানে পর্দাসহ দ্বীনের অন্যান্য বিধানগুলো লঙ্ঘিত হবে না, তাহলে চাকুরী করারও অবকাশ আছে ।  আর যদি এমন কোন পরিবেশ পাওয়া না যায়, যেখানে ‘পর্দাসহ দ্বীনের সকল বিধানগুলো' ঠিক থাকবে, তাহলে দ্বীনের বিধান লঙ্ঘন করে চাকরি করা  কোনোভাবেই জায়েয হবে না। ( সূরা আহযাব,আয়াত-৩১-৩২, তাফসীরে মা'রেফুল কুরআন )

 

 

             স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৮ জুমাদাল উখরা ,১৪৪৫ হিজরী (22/12/2023)


উত্তর দেখা হয়েছে : 112