প্রশ্ন
জমি বন্ধকের কি কোনো জাইজ সুরত আছে দয়া করে রেফারেন্স সহ জানাবেন
প্রশ্নকারীর নাম: OLI HOSEN
প্রশ্নকারীর ঠিকানা: SATYADASPUR POST KRISHNADSPUR PATHARPRATIMA SOUTH24PARGANAS
প্রকাশিত: 20-03-2023
উত্তর
ফতওয়া নং ১২৯
জমি বন্ধক তো জাইয আছে। বন্ধক গ্রহীতার জন্য বন্ধকী জমি হতে উপকার লাভ করা ইসলামী শরীয়াহ মতে জায়েয নেই।
উপরন্তু বন্ধক পদ্ধতিকে বৈধ করার জন্য মাসিক কিংবা বাৎসরিক কর্তনের যে ব্যবস্থা চালু আছে তাও জায়েয নেই। তবে যদি ইজারার সমস্ত শর্ত পাওয়া যায় এবং উক্ত জমির প্রকৃত ভাড়া নির্ধারণ করা হয় তাহলে জায়েয হবে। উক্ত জমি তখন আর বন্ধক থাকবে না; বরং ইজারা ব্যবস্থাভুক্ত হয়ে যাবে।- রদ্দুল মুহতার ৬/৪৮২, ৫১১, ৭/৩৯৫, হাশিয়াতুত ত্বাহত্বাবী আলাদু ৪/২৩৬, ফাতাওয়া হিন্দিয়া ৫/৪৬৫, ফাতাওয়া উসমানী ৩/৪২২, ফাতাওয়া হাক্কানিয়া ৬/২২৮, ফাতাওয়া মাহমুদিয়া ২৫/১৬৯, ৩৮৬, কিফায়াতুল মুফতী ৮/১৪৩, আহসানুল ফাতাওয়া ৮/৪৯৫, ইমদাদুল আহকাম ৩/৫১৩।
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৭ মুহাররম ১৪৪৫হিজরী(14/08/2023)
উত্তর দেখা হয়েছে : 163