প্রশ্ন
কোনো ছেলে, মেয়েদের তারাবীহ পড়াতে পারবে কি ?
প্রশ্নকারীর নাম: মাহমুদ মোল্লা
প্রশ্নকারীর ঠিকানা: 24 পরগনা
প্রকাশিত: 21-03-2023
উত্তর
ফতওয়া নং ২০
উত্তরঃ
পুরুষ ইমামের পিছনে যদি নারী-পুরুষ উভয় প্রকার মুক্তাদী থাকে আর নারীরা পুরুষদের পিছনে থাকে এবং ইমাম মহিলাদের ইমামতির নিয়্যতও করে থাকে, তাহলে সকলের নামায শুদ্ধ হয়ে যাবে। পর্দার সুব্যবস্থা থাকলে ও ফেতনার আশঙ্কা না থাকলে, এতে কোন দোষ নেই।
যদি ইমাম ছাড়া বাকি সবাই মহিলা হয়, তাহলে তাদের মধ্যে ইমামের স্ত্রী বা কোনো মাহরাম থাকা আবশ্যক ।
ফেতনার আশংকা মুক্ত পরিবেশ ছাড়া নারীদের জামাআতে অংশ গ্রহণ করা মাকরূহ। উল্লেখ্য যে,পুরুষের কন্ঠস্বরও কখনো কখনো ফেতনার কারণ হয়ে দাঁড়াতে পারে।
পুরুষের জন্য কেবল না- মাহরাম মহিলাদের ইমামতি করা মাকরূহে তাহরীমী হবে।(রদ্দুল মুহতার ১/৫২৯পৃঃ)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৪ শাওয়াল ১৪৪৪হিজরী(15/05/2023)
উত্তর দেখা হয়েছে : 224