প্রশ্ন
যদি কেউ সুদ খায় আবার হালাল টাকা উপার্জন করে তাহলে কি তার বাড়িতে খাওয়া জায়িয হবে?
প্রশ্নকারীর নাম: Sahinsk
প্রশ্নকারীর ঠিকানা: Murshidabad
প্রকাশিত: 25-03-2023
উত্তর
ফতওয়া নং ৭৫
যদি উক্ত ব্যক্তির অধিকাংশ উপার্জন হালাল হয়, তাহলে তার বাড়িতে খাওয়া জাইয হবে। যতক্ষণ এটা জানা না যায় যে, প্রদত্ত খাদ্যটি অবৈধ অর্থের বিনিময়ে ক্রয় করা হয়েছে।
(মাজমাউল আনহুর ২/৫২৯পৃঃ)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৫ যুল হিজ্জাহ্ ১৪৪৪হিজরী(14/07/2023)
উত্তর দেখা হয়েছে : 249