প্রশ্ন
সেহরীর সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অনেক মসজিদে ফজরের আজান হচ্ছে। আবার অনেক মসজিদে সেহরীর সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাইকে ঘোষণা করে থাকে "সেহরীর সময় শেষ" এবং ৫ মিনিট পর আজান দিচ্ছে। কোনটা ঠিক?
প্রশ্নকারীর নাম: জাকির সেখ
প্রশ্নকারীর ঠিকানা: সাং ও পোঃ- মুকুন্দপুর, থানা নবগ্ৰাম, জেলা মুর্শিদাবাদ, পিন নম্বর ৭৪২১৮৭, ফোন নম্বর ৮৭৫৯১৪৪৫৩২
প্রকাশিত: 25-03-2023
উত্তর
ফতওয়া নং ১৫
সাহরির সময় শেষ হওয়ার সাথে সাথেই ফজরের ওয়াক্ত আরম্ভ হয়ে যায়। অতএব সাহরির সময় শেষ হওয়ার সাথে সাথে আযান দেয়া জায়েয হবে।
তবে, সতর্কতা বশতঃ সাহারীর সময় শেষ হতেই সঙ্গে সঙ্গে আযান না দিয়ে, অন্ততঃ পাঁচ ছ' মিনিট দেরি করে আজান দেয়া বেশি ভালো। যাতে আযান ওয়াক্তের মধ্যে হওয়াতে কোনোরূপ সন্দেহ না থেকে যায়।
রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যা তোমাকে সন্দেহে নিপতিত করে, তা পরিত্যাগ করবে। আর যাতে কোন সন্দেহ নেই তা-ই করবে।
সুনানে নাসায়ী, হাদিস নং ৫৭১১
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৯ রমাযান,১৪৪৪(11/04/2023)
উত্তর দেখা হয়েছে : 356