পণ্য ক্রয় সংক্রান্ত

প্রশ্ন

আমার এক চাচাতো দাদা ঠিকাদারের আন্ডারে ইলেকট্রিকের কাজ করে। আর সেই ঠিকাদার তাকে কাজের মাল সামান কেনার জন্য মার্কেটে পাঠায়। দোকান যে জিনিসটার দাম 50 টাকা বলে, সে দরদাম করে সেটাকে কিছু কম টাকায় কেনে। যেমন ধরুন 50 টাকার জিনিস সে 45 টাকায় পেয়ে গেল, তো সে যে 5টি টাকা বাঁচালো এই টাকাটি কি তার নেওয়া উচিৎ হবে? এটা কিন্তু সেই ঠিকাদার জানে না যে, সে 45 টাকাতে জিনিসটা কিনেছে। বিল কিন্তু 50 টাকারই হয়৷

প্রশ্নকারীর নাম: Not Available

প্রশ্নকারীর ঠিকানা: Not Available

প্রকাশিত: 25-03-2023

উত্তর

ফতওয়া নং ১১

  ঠিকাদার যাকে পন্য কিনতে পাঠায়, সে ব্যক্তি যে দামে পন্য ক্রয় করে, পন্যের মূল্য হিসেবে সেই পরিমাণ অর্থই ঠিকাদারের কাছ থেকে নিতে পারে। তার বেশি নয়। অতিরিক্ত নিতে চাইলে চুক্তি ভিত্তিক নিজের পারিশ্রমিক বাবদ নিতে পারবে।  চুক্তি না করে, ঠিকাদারকে না জানিয়ে, নিতে পারবেনা।

ফাতাওয়া হিন্দিয়াহ্ ৩/৫৪০ পৃঃ

 

                  স্বাক্ষরঃ 

  মুফতী সাইফুল ইসলাম কাসিমী
  ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
  ৩রা রমাযান,১৪৪৪(26/03/2023)


উত্তর দেখা হয়েছে : 447