নামাজের মধ্যে যদি সুরা ফাতেহা ছেড়ে যায়

প্রশ্ন

কোন ইমাম যদি আওয়াজ বিশিষ্ট ক্বিরা'আতে সুরা ফাতেহা ছেড়ে দেয়, এক্ষেত্রে কি নামাজ হবে?

প্রশ্নকারীর নাম: Ashikur rahaman

প্রশ্নকারীর ঠিকানা: Vil_parasar, post _nahazari, p, s, bishnupur, district _24 parganas (south)

প্রকাশিত: 25-03-2023

উত্তর

 

ফতওয়া নং ৪৮

 

   ফরয নামাযের তৃতীয় ও চতুর্থ রাকআতে সূরায়ে ফাতিহা পড়া সুন্নাত। এ ছাড়া রুকু-সেজদা বিশিষ্ট সমস্ত নামাযের প্রত্যেক রাক'আতে  সুরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। অতএব ইমাম সাহেব যদি ফরয নামাযের তৃতীয়-চতুর্থ রাকআত    ছাড়া  নামাযের কোনো  রাকআতে    সুরা ফাতিহা ছেড়ে দেন, তাহলে সেটা মাকরূহে তাহরীমী হবে। অতএব উক্ত নামায দোহরানো ওয়াজিব। (দুর্রে মুখতার) 

সহীহ্ বুখারী ৭৫৬ নং হাদীসে রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি সূরায়ে ফাতিহা পড়ল না তার নামায হলো না। 

      তবে ভুলবশত ছেড়ে থাকলে, সেজদায়ে সোহ করে নিলে, নামাযটি শুদ্ধ হয়ে যাবে। (আলমগীরী ১/১২৬)

     

                       স্বাক্ষরঃ

                  মুফতী সাইফুল ইসলাম কাসিমী

                      ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।

              ২৭ যুল ক্ব'দাহ ১৪৪৪হিজরী(16/06/2023)


উত্তর দেখা হয়েছে : 142