প্রশ্ন
আমার ১০ ভরি রূপা এবং ৪.৫০ ভরি সোনা এবং ৫ লক্ষ টাকা আছে , আমি এই সব মালের যাকাত কি ভাবে আদায় করবো জানাবেন ?
প্রশ্নকারীর নাম: SK ALFAZ
প্রশ্নকারীর ঠিকানা: skalfaj8250@gmail.com
প্রকাশিত: 26-03-2023
উত্তর
ফতওয়া নং ১৬
আপনি আপনার ১০ ভরি রূপার ও ৪.৫০ ভরি সোনার বিক্রয় মূল্য ধরে, তার সঙ্গে ৫ লক্ষ টাকা যোগ করে টাকার অঙ্ক যে পরিমাণ হয়, তার ৪০ ভাগের এক ভাগ গরীব-মিসকীনদেরকে যাকাতের নিয়্যতে দান করে দেবেন। (সুনানে আবু দাউদ হাদীস নং ১৫৭৩ দ্রষ্টব্য)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২০ রমাযান,১৪৪৪(12/04/2023)
উত্তর দেখা হয়েছে : 431