খুবই পুরানো ছয় ভরি সোনা আছে।রুপো বা নগদ কোনো ক্যাশ নেই। যাকাত কী দিতে হবে?

প্রশ্ন

খুবই পুরানো ছয় ভরি সোনা আছে।রুপো বা নগদ কোনো ক্যাশ নেই। যাকাত কী দিতে হবে?

প্রশ্নকারীর নাম: Md Munim Khan

প্রশ্নকারীর ঠিকানা: Garchakraberia,Purba medinipur

প্রকাশিত: 27-03-2023

উত্তর

ফতওয়া নং ১৮

    সোনার নেসাব হলো সাড়ে সাত ভরি। যদি কারো কাছে কেবলমাত্র সোনা থাকে, রূপো বা টাকা সামান্য পরিমাণও না থাকে, তাহলে সাড়ে সাত ভরি হলে তবে-ই যাকাত ফরয হবে। তার কম থাকলে, যাকাত ফরয হবে না। অতএব, শুধু ছয় ভরি সোনা থাকলে, যাকাত দিতে হবে না।

    তবে সাথে যদি সামান্য পরিমাণও রূপো বা টাকা থাকে, তাহলে যাকাত আদায় করা ফরয হবে।(হিদায়া ১/২১৩পৃষ্ঠা)

    সুনানে আবূ দাঊদের ১৫৭৩ নং হাদীসে বর্ণিত আছে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, সোনা যতক্ষণ পর্যন্ত বিশ দীনার (সোনার টাকা) পরিমাণ  না হবে, যাকাত দিতে হবে না। 

উল্লেখ্য, বিশ দীনার মানে সাড়ে সাত তোলা বা ভরি।

 

                       স্বাক্ষরঃ

                  মুফতী সাইফুল ইসলাম কাসিমী

                     ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।

                   ৮ই শাওয়াল ১৪৪৪হিজরী(29/04/2023)


উত্তর দেখা হয়েছে : 258