সাত ভরির কম সোনা আছে আর অল্প কিছু রূপো আছে জাকাত দিতে হবে কি?

প্রশ্ন

সাত ভরির কম সোনা আছে আর অল্প কিছু রূপো আছে। যাকাত দিতে হবে কি?

প্রশ্নকারীর নাম: Md sohid

প্রশ্নকারীর ঠিকানা: Nimkuria

প্রকাশিত: 29-03-2023

উত্তর

ফতওয়া নং ১৭

নিয়ম হলো, যদি কিছু সোনা এবং কিছু রূপো থাকে, আর পৃথকভাবে সোনার নেছাবও পূর্ণ হয় না, রূপোর নেছাবও পূর্ণ হয় না, এমতাবস্থায় উভয়ের মূল্য যোগ করলে যদি নেছাব পরিমাণ অর্থাৎ ৬১২ গ্রাম ৩৬০ মিলিগ্রাম রূপো অথবা ৮৭ গ্রাম ৪৮০ মিলিগ্রাম সোনার মূল্যের সমান হয়, তবে যাকাত ফরয হবে; নতুবা যাকাত ফরয হবে না। আর যদি উভয়টার নেছাব পূর্ণ থাকে, তবে মূল্য ধরে যোগ করার প্রয়োজন নেই ।

    প্রশ্নের বিবরণ অনুযায়ী যেহেতু,সোনা ও রূপো উভয়ে মিলে রূপোর নেসাবের (৬১২.৩৬০ গ্রাম)  মূল্যের সমান হয়ে যাচ্ছে, তাই এ ক্ষেত্রে যাকাত আদায় করা ফরয হবে। (শামী সহ দুর্রে মুখতার ৩/৩৩৪ পৃষ্ঠা) 

    সুনানে আবূ দাঊদের ১৫৭৩ নং হাদীসে বর্ণিত আছে,নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমার কাছে দু'শ দিরহাম (রূপোর টাকা) থাকলে এবং তা পূর্ণ এক বছর অতিবাহিত হলে পাঁচ দিরহাম (যাকাত) দিবে। স্বর্ণের ক্ষেত্রে বিশ দীনার(সোনার টাকা) এর  কমে যাকাত নেই। বিশ দীনারে পূর্ণ এক বছর অতিবাহিত হলে অর্ধ দীনার দিতে হবে।··· 

উল্লেখ্য যে, বর্তমান হিসেব অনুযায়ী দু'শ দিরহাম সমান ৬১২ গ্রাম ৩৬০ মিলিগ্রাম রূপো ও বিশ দীনার সমান ৮৭ গ্রাম ৪৮০ মিলিগ্রাম সোনা হয়।

 

                  স্বাক্ষরঃ

                 মুফতী সাইফুল ইসলাম কাসিমী

                      ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।

                     ৭ই শাওয়াল ১৪৪৪হিজরী(28/04/2023)


উত্তর দেখা হয়েছে : 439