প্রশ্ন
যদি নামাযের ওয়াক্ত না আসে আর আজান দেয় তবে ওই আজানে নামাজ হবে ? যেমন আসরে নামাজে ওয়াক্ত হয় না; কিন্তু আজান দিয়ে দেয়।
প্রশ্নকারীর নাম: শেখ ইব্রাহিম
প্রশ্নকারীর ঠিকানা: গ্রাম, দক্ষিণ সিজা, থানা সাঁইথিয়া, জেলা বীরভূম
প্রকাশিত: 29-03-2023
উত্তর
ফতওয়া নং ৮০
আযান দেওয়া সুন্নাতে মুয়াক্কাদা; ওয়াজিবের প্রায় সমতূল্য । ওয়াক্তের আগের আজান দ্বারা সুন্নাতে মুয়াক্কাদা আদায় হবে না। ওয়াক্ত আসলে পুনরায় আযান দেওয়া কর্তব্য। তবে নামায যদি ওয়াক্ত হওয়ার পরে পড়া হয়ে থাকে, তাহলে নামায হয়ে গিয়েছে। (ফাতহুল বারী:২/৮৫)
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বিলাল (রাঃ) কে বলেনঃ ভোরের আলো এরূপ প্রকাশ না পাওয়া পর্যন্ত তুমি আযান দিবে না। এই বলে তিনি তাঁর উভয় হাত (উত্তর ও দক্ষিণ দিকে) প্রসারিত করলেন।(আবু দাউদ, ৫৩৪)
হযরত উমর (রাঃ)-এর মুআযযিন মাসরূহ হতে বর্ণিত। তিনি সুবেহ সাদিকের পূর্বে আযান দিলে উমর (রাঃ) তাকে পুনরায় আযান দেয়ার নির্দেশ দেন। (আবু দাউদ, হাদীস নং ৫৫৩)
উপরোল্লিখিত হাদীসগুলি দ্বারা প্রমাণিত হয় যে, ওয়াক্তের আগে আযান দেয়া জায়েয নেই। যদি জায়েয থাকত, তাহলে পুনরায় আযান দেওয়ার নির্দেশ দিতেন না।
তাছাড়া, আযানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল নামাযের ওয়াক্ত সম্পর্কে ঘোষণা দেয়া। সুতরাং ওয়াক্তের আগে আযান দিলে ঘোষণা হয় না, বরং বিভ্রান্ত করা হয়।
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৫ যুল হিজ্জাহ্ ১৪৪৪হিজরী(14/07/2023)
উত্তর দেখা হয়েছে : 209