নামাযীর সামনে দিয়ে অতিক্রম করা

প্রশ্ন

নামাজ পড়ার সময় সামনে কতটা দূরত্ব বজায় রেখে লোকজন যাতায়াত করতে পারবে বা আদৌ যাতায়াত করা যাবে কিনা?এই সমস্যাটা প্রত্যেকদিন এর। নামাজিগণ নামাজ পড়ার সময় কোন রকম পরোয়া না করে নির্দ্বিধায় সামনে থেকে যাতায়াত করে। নামাজ পড়ার সময় সামনে কতটা দূরত্ব বজায় রেখে লোকজন যাতায়াত করতে পারবে? বা আদৌ যাতায়াত করা যাবে কিনা ?

প্রশ্নকারীর নাম: রমজান আলি খান

প্রশ্নকারীর ঠিকানা: তমলুক, পূর্ব মেদিনীপুর

প্রকাশিত: 04-04-2023

উত্তর

ফতওয়া নং ১২৮

 

 

    যদি নামাযরত ব্যক্তির সামনে ‘সুতরা’ থাকে তাহলে সুতরার বাইরে  দিয়ে অতিক্রম করা জাইয আছে। যদি নামাযীর সামনে সুতরা না থাকে,তাহলে ছোটো (চল্লিশ হাত এর কম লম্বা-চওড়া) মাসজিদে নামায রত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা আদৌ জাইয নেই। অত্যন্ত গুনাহের কাজ। যত দূর থেকেই হোক না কেন। তবে, কেউ যদি নামাযীর বরাবর সামনে থাকে, তাহলে সেখান থেকে ডানে কিংবা বামে চলে যাওয়ার সুযোগ আছে। এটা নামাজের সামনে দিয়ে অতিক্রম করার অন্তর্ভুক্ত নয়।
   বড় (চল্লিশ হাত  লম্বা-চওড়া) মাসজিদে অথবা  ময়দানে নামায রত ব্যক্তির এতটা দূর সামনে দিয়ে অতিক্রম করার অবকাশ আছে , সেজদার স্থানে দৃষ্টি রেখে নামায পড়লে যত দূর নামাযীর দৃষ্টি না যায়। যার পরিমাণ প্রায় তিন কাতার  অর্থাৎ চার-পাঁচ গজ। 
   যদি কেউ লোক চলালের জায়গায় যেমন  স্টীশনের প্লাট ফরম প্রভৃতি  জায়গায় নামায পড়তে থাকে, তাহলে সেজদার সীমানার মধ্য দিয়ে অতিক্রম করবে না। 
( রদ্দুল মুহতার ১/৬৩৪, ক্বামূসুল ফিক্বহ ৪/১২৪, ফাতাওয়া মাহমুদিয়া ২২/১৪৫-১৪৬)
নামাজি-ব্যক্তির সামনে দিয়ে অতিক্রমকারী যদি জানত, এতে কীরূপ শাস্তি-ভোগের আশংকা রয়েছে, তবে চল্লিশ পর্যন্ত ঠায় দাঁড়িয়ে থাকাও ভালো মনে করতো। বর্ণনাকারী আবুন নাযর বলেন, আমার জানা নেই, হাদীসে চল্লিশের কী অর্থ, চল্লিশ দিন, চল্লিশ মাস, নাকি চল্লিশ বছর!
(সহীহ বুখারী ৫১০, সহীহ মুসলিম ৫০৭)

 

                 স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৭ মুহাররম ১৪৪৫হিজরী(14/08/2023)


উত্তর দেখা হয়েছে : 120