নামাযের মধ্যে সেজদায়ে তিলাওয়াত ভুলবশত একটির জায়গায় দু’টি করা

প্রশ্ন

তারাবীর নামাযে কোরআনের সিজদার আয়াত এলে যদি ইমাম এক সিজদা দেওয়ার জায়গায় দুই বার সিজদা দেয় তাহলে, ওই নামায কিভাবে সম্পন্ন করবে?

প্রশ্নকারীর নাম: সেখ আমির

প্রশ্নকারীর ঠিকানা: পশ্চিমবঙ্গ, ভারত

প্রকাশিত: 05-04-2023

উত্তর

ফতওয়া নং ৭৯

 

      নামাযের মধ্যে সেজদায়ে তিলাওয়াত যদি ভুলবশত একটির জায়গায়  দু’টি করে ফেলে, তাহলে সেজদায়ে সহো ওয়াজিব হবে। সেজদায়ে সহো করে নিলে, নামায সঠিক হয়ে যাবে। সেজদায়ে সহো না করলে, ওয়াক্তের মধ্যে নামাযটি দোহরানো  ওয়াজিব। জামাআত সহ অথবা একাকী দোহরে নিতে হবে। 
(মাসাইলে তারাবীহ ১০৯ পৃষ্ঠা)

 

                স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
 ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
 ২৫ যুল হিজ্জাহ্ ১৪৪৪হিজরী(14/07/2023)


উত্তর দেখা হয়েছে : 98