গরীবদের উপর ফিতরা ওয়াজিব নয়

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়েখ ফেতরা কী সকলের জন্য একই রকম হয় নাকী বিত্তশালী ও গরীবের মধ্যে পার্থক্য আছে ?

প্রশ্নকারীর নাম: Karimulla Islam

প্রশ্নকারীর ঠিকানা: জিওলডাঙ্গা জামে মসজিদ

প্রকাশিত: 08-04-2023

উত্তর

ফতওয়া নং ১২৭

 

 

      ফিতরা কেবল বিত্তশালী অর্থাৎ মৌলিক  প্রয়োজনীয় বস্তু বাদ দিয়ে যার মালিকানায় কম পক্ষে ৬১২ গ্রাম ৩৬০ মিলিগ্রাম  রূপো বা এর মূল্য পরিমাণ সম্পদ থাকবে, একমাত্র তারই উপর  ওয়াজিব। গরীবদের উপর ওয়াজিব নয়। এবং ফিতরার পরিমাণ কম বিত্তশালী ও বেশি বিত্তশালী সবার ক্ষেত্রে একই। (শামী ২/৩৬০)

 

                     স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৭ মুহাররম ১৪৪৫হিজরী(14/08/2023)


উত্তর দেখা হয়েছে : 816