নামাজে প্রথম বৈঠক করতে ভুলে গেলে কি করনীয়

প্রশ্ন

চার রাকাত ফরয নামাযে দুই রাকাতে বৈঠক করেনি। লুকমা দেওয়া হয়েছে লুকমা নেয়নি। তো নামায টা কি হবে হুজুর ?

প্রশ্নকারীর নাম: Sk sahabul hasan

প্রশ্নকারীর ঠিকানা: Burdwan

প্রকাশিত: 13-04-2023

উত্তর

ফতওয়া নং ৮২

 

       এমতাবস্থায় যদি সেজদায়ে সহো করে থাকে, তাহলে নামায সহীহ হয়ে গিয়েছে। যদি সেজদায়ে সহো না করে থাকে, তাহলে নামায মাকরূহ তাহরীমী হয়েছে; দোহরানো ওয়াজিব। (আহসানুল ফাতাওয়া: ৪/৪৭ পৃষ্ঠা)

 

              স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৫ যুল হিজ্জাহ্ ১৪৪৪হিজরী(14/07/2023)


উত্তর দেখা হয়েছে : 177