প্রশ্ন
রমযান মাসে বিতিরের নামাজ জামা’আতে পড়ার পর কি তাহাজ্জুদের নামায পড়া যাবে? নাকি বিতর না পড়ে মসজিদ থেকে চলে আসতে হবে?
প্রশ্নকারীর নাম: সেখ আমিরুল হাসান
প্রশ্নকারীর ঠিকানা: পশ্চিমবঙ্গ, ভারত
প্রকাশিত: 14-04-2023
উত্তর
ফতওয়া নং ৭০
রমাযান মাসে বিতরের নামায জামাআতে পড়া মুস্তাহাব। অতএব মসজিদে জামাআতের সঙ্গে বিতরের নামায আদায় করে নেওয়া ভালো। পরে তাহাজ্জুদের সময়ে তাহাজ্জুদের নামায পড়ে নেবেন ।
(খয়রুল ফাতাওয়া ২/৫১২)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৬ যুল হিজ্জাহ্ ১৪৪৪হিজরী(04/07/2023)
উত্তর দেখা হয়েছে : 108