মুক্তাদির ইমামের পিছনে নামায পড়ার নিয়ম

প্রশ্ন

আসসালামুআলাইকুম, জামাতে নামাজ পড়াকালীন মুক্তাদিকে কি কি কাজ করতে হবে ?

প্রশ্নকারীর নাম: সেখ আমিরুল হাসান

প্রশ্নকারীর ঠিকানা: পশ্চিমবঙ্গ, ভারত

প্রকাশিত: 14-04-2023

উত্তর

    ফতওয়া নং ৮১
 

 

     নামায আদায় করতে যা কিছু পড়তে বা করতে হয়, সবই মুক্তাদীকে  পড়তে ও করতে হবে; কেবল “আঊযু বিল্লাহ···, বিসমিল্লাহ···সূরা ও সামিআল্লাহুলিমান হামিদাহ্” মুক্তাদীকে বলতে হবে না।(তালীমুল ইসলাম: ১৫ পৃষ্ঠা)
   নামায আদায় করতে কি পড়তে ও  করতে হয় যদি জানা না থাকে, তাহলে নামায শিক্ষা দেখে নিতে পারেন।

 

                স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৫ যুল হিজ্জাহ্ ১৪৪৪হিজরী(14/07/2023)


উত্তর দেখা হয়েছে : 124