আসরের ওয়াক্তে কাযা নামাজ আদায় করা

প্রশ্ন

আসসালামুআলাইকুম, আসরের ওয়াক্তে জোহরের কাযা নামাজ আদায় করা যাবে কি? বিস্তারিত জানালে উপকৃত হবো। জাযাকাল্লাহ

প্রশ্নকারীর নাম: সেখ আমিরুল হাসান

প্রশ্নকারীর ঠিকানা: পশ্চিমবঙ্গ, ভারত

প্রকাশিত: 14-04-2023

উত্তর

 

ফতওয়া নং ৬৯

 

     আসরের ওয়াক্তে যোহর বা অন্য ওয়াক্তের কাযা নামায সূর্য হলুদ রঙ ধারণ করার আগ পর্যন্ত পড়া জায়েয আছে। আসরের নামায পড়ার পর কোনো নফল নামায পড়া যাবে না। আসরের নামায পড়ার আগে নফল নামায পড়া যাবে। 
(ইরশাদুল মুফতীন ৩/৪৯)

 

                                                              

                                        স্বাক্ষরঃ

                           মুফতী সাইফুল ইসলাম কাসিমী

                          ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।

                         ১৬ যুল হিজ্জাহ্ ১৪৪৪হিজরী(04/07/2023)


উত্তর দেখা হয়েছে : 130