আজানে আসসালাতু খয়রুম মিনান নায়ুম বলতে ভুলে গেলে কি করনীয় ?

প্রশ্ন

ফজরের আজান এ আসসালাতু খয়রুম মিনান নায়ুম বলতে ভুল হলে পুনরায় আজান দিতে হবে ?

প্রশ্নকারীর নাম: আব্দুল জব্বার

প্রশ্নকারীর ঠিকানা: গোবিন্দপুর , তারকেশ্বর ,হুগলী

প্রকাশিত: 14-04-2023

উত্তর

ফতওয়া নং ৭১

 

       ফজরের আযানে “আসসলাতু খয়রুম মিনান নাউম” দু’বার বলা মুস্তাহাব। যদি  ছেড়ে যায়, তবে যদি আযান শেষ হওয়ার আগে বা শেষ হওয়ার সাথে সাথে স্মরণে আসে, তাহলে উক্ত শব্দ বলে নেওয়া ভালো। পরবর্তী শব্দগুলোকেও দোহরে নেবে । আর যদি আযান শেষ হওয়ার কিছু পরে স্মরণে আসে, তাহলে আযান পরিপূর্ণ হয়ে গিয়েছে। উক্ত শব্দ বলার প্রয়োজন নেই। 
(কিতাবুন নাওয়াযিল ৩/২৮৮,ফাতাওয়া রহীমিয়া ৪/১০৪,আপকে মাসাইল আওর উনকা হল ৩/২৯৭,আহসানুল ফাতাওয়া ২/২৮৬)

 

                  স্বাক্ষরঃ

   মুফতী সাইফুল ইসলাম কাসিমী
  ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
  ১৬ যুল হিজ্জাহ্ ১৪৪৪হিজরী(04/07/2023)                  


উত্তর দেখা হয়েছে : 221