কু-চিন্তা করলে কি গুনাহ হবে ?

প্রশ্ন

অন্তরে যে খারাপ চিন্তা বা ওয়াসওয়াসা আসে তার জন্য কি শেষ বিচারের (হাশর) দিনে জবাব দিতে হবে ?

প্রশ্নকারীর নাম: MD NIJAMUDDIN

প্রশ্নকারীর ঠিকানা: GOLABARI BAZAR

প্রকাশিত: 15-04-2023

উত্তর

ফতওয়া নং ১৪৭
 

 

      যেসব কাজকর্ম মানুষের অন্তরের সাথে সম্পর্কযুক্ত, সেগুলো দু'প্রকার— 
এক. ইচ্ছাধীন। যেমন, ইচ্ছা করে অন্তরের কুফর ও শিরকের বিশ্বাস পোষণ করা কিংবা জেনে-বুঝে ইচ্ছা সহকারে নিজেকে বড় মনে করা অর্থাৎ অহংকার করা কিংবা মদ্যপানে কৃতসংকল্প হওয়া 
দুই. অনিচ্ছাধীন। যেমন, ইচ্ছা ব্যতিরেকেই মনে কুধারণা আসা।
হিসাব-নিকাশ, প্রতিদান ও শাস্তি শুধু ইচ্ছাধীন কাজের জন্যই হবে অনিচ্ছাধীন কাজের জন্য নয়। ( মা আরিফুল কুরআন)

 

                 স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২১ সফর,১৪৪৫হিজরী(8/09/2023)


উত্তর দেখা হয়েছে : 124