রোযা অবস্থায় খারাপ চিন্তার কারণে বীর্যপাত হলে ?

প্রশ্ন

দিনের বেলা জাগ্রত অবস্থায় খারাপ চিন্তার কারণে বীর্যপাত হলে রোযা হবে কি ?

প্রশ্নকারীর নাম: Kamrul islam

প্রশ্নকারীর ঠিকানা: Baduria

প্রকাশিত: 18-04-2023

উত্তর

ফতওয়া নং ৯০

 

      খারাপ চিন্তার কারণে যদি বীর্যপাত হয়ে যায়, তবে তার কারণে রোযা ভঙ্গ হবে না। (খয়রুল ফাতাওয়া:৪/৯৪, আলমগীরী:১/২০৪)

 

                স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১লা মুহাররম ১৪৪৪হিজরী(20/07/2023)


উত্তর দেখা হয়েছে : 223