প্রশ্ন
তারাবির নামাজ শুরু হয়েছে অথবা কয়েক রাকাআত হয়েছে এখন করনিয় কি ? জানাবেন।
প্রশ্নকারীর নাম: মোঃ মিজানুর মন্ডল
প্রশ্নকারীর ঠিকানা: হিলি দক্ষিণ দিনাজপুর
প্রকাশিত: 18-04-2023
উত্তর
ফতওয়া নং ৮৮
ইশার নামায পড়ে তারাবীর নামাযে শরীক হয়ে যাবে। যে কয় রাকআত বাদ রয়ে গিয়েছে, সুবহে সাদিকের আগ পর্যন্ত যে কোনো সময় পড়ে নিলে চলবে। (মাসাইলে তারাবীহ:৪০,৭১,৭৬পৃষ্ঠা)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১লা মুহাররম ১৪৪৪হিজরী(20/07/2023)
উত্তর দেখা হয়েছে : 115