এতেকাফ অবস্থায় জানাযা পড়তে যাওয়া

প্রশ্ন

এতেকাফ অবস্থায় জানাজা পড়তে যাওয়া যাবে কি ?

প্রশ্নকারীর নাম: আব্দুল আহাদ

প্রশ্নকারীর ঠিকানা: গোবরা থানা স্বরূপনগর

প্রকাশিত: 19-04-2023

উত্তর

ফতওয়া নং ৭৮

 

    জানাযা- নামায পড়তে  মসজিদের বাইরে গেলে, ই'তিকাফ  শেষ হয়ে  বা ভঙ্গ হয়ে যাবে। এবং ভেঙে যাওয়ার কারণে  কমপক্ষে এক দিনের কাযা আবশ্যক হবে। সাহস হলে পূর্ণ দশ দিনের কাযা করে নেবে। এতে অধিক সতর্কতা রয়েছে। জানাযার নামাযের জন্য বের হওয়া শর'ঈ প্রয়োজনের অন্তর্ভুক্ত নয়।  (তাহতাবী আলা মারাকিল ফালাহ: ৮০৯, ফাতাওয়া রহীমিয়া:৭/২৭৬,খয়রুল ফাতাওয়া:৪/১২৯

 

                স্বাক্ষর

 মুফতী সাইফুল ইসলাম কাসিমী
 ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৫ যুল হিজ্জাহ্ ১৪৪৪হিজরী(14/07/2023)


উত্তর দেখা হয়েছে : 247