প্রশ্ন
একজনের দুটি গাড়ি আছে অথবা একটি গাড়ি আছে এখন ঐ গাড়ি দিয়ে মাঝে মাঝে ভাড়ায় যায় এবং নিজের পারিবারিক হিসেবে ও ব্যবহার করে, এখন এই গাড়ির যাকাত দিতে হবে? আর দিলে কি ভাবে যাকাত বার করবে?
প্রশ্নকারীর নাম: মোঃ আশরাফুল লস্কর
প্রশ্নকারীর ঠিকানা: কোলাঘাট, বাবুয়া, পূর্ব মেদিনীপুর
প্রকাশিত: 19-04-2023
উত্তর
ফতওয়া নং ৫০
ঐ গাড়ি বা গাড়িগুলি যদি ভাড়ায় খাটানো হয়ে থাকে বা পারিবারিক প্রয়োজনে ব্যবহৃত হতে থাকে, তাহলে ঐ গাড়ির মূল্যের যাকাত দিতে হবে না। বরং ঐ গাড়ি দিয়ে যা ইনকাম হয়, সেই ইনকামের যাকাত দিতে হবে, যদি গাড়ির মালিক চন্দ্রের হিসেব অনুযায়ী পূর্ণ এক বছর বা বছরের শুরুতে ও শেষে সাহেবে নেসাব হয়ে থাকে তাহলে । ফিক্বহী মাক্বালাত ৩/১৭১, ইরশাদুল মুফতীন ৫/৩৪৩
উল্লেখ্য যে, বছর শুরু সেই দিন থেকে ধরতে হবে, যে দিন থেকে নিসাব পরিমাণ মালের মালিক হবে।
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৭ যুল ক্ব'দাহ ১৪৪৪হিজরী(16/06/2023)
উত্তর দেখা হয়েছে : 178