প্রশ্ন
একজন লোক অপর একজন কে কিছু টাকা ধার দিয়েছে; এখন এই টাকার যাকাত দিতে হবে কি?
প্রশ্নকারীর নাম: মোঃ আশরাফুল লস্কর
প্রশ্নকারীর ঠিকানা: কোলাঘাট, বাবুয়া, পূর্ব মেদিনীপুর
প্রকাশিত: 19-04-2023
উত্তর
ফতওয়া নং ৫১
হ্যাঁ, যাকাত দিতে হবে। এবং যে ব্যক্তি ধার দিয়েছে সেই যেহেতু এই টাকার মালিক, তাই তাকেই এর যাকাত আদায় করতে হবে, যদি তিনি সাহেবে নেসাব হন। (আহসানুল ফাতাওয়া৭/৫১২)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৭ যুল ক্ব'দাহ ১৪৪৪হিজরী(16/06/2023)
উত্তর দেখা হয়েছে : 249