দায়িত্বে ক্বাযা রোযা থাকা অবস্থায় নফল রোযা রাখা।

প্রশ্ন

মহিলাদের মাসিকের কারণে অথবা অন্য কারণে যাদের রমজানের রোজা কাযা আছে, তারা আগে রমজানের কাযা রোজা রাখবে নাকি সওয়াল মাসের ছটি রোজা রাখবে?

প্রশ্নকারীর নাম: Md Ahmadullah

প্রশ্নকারীর ঠিকানা: গ্রাম- মোল্লাসিমলা, থানা- সিঙ্গুর, জেলা- হুগলি

প্রকাশিত: 28-04-2023

উত্তর

ফাতাওয়া নং ৩৫

 

        যেটা ইচ্ছা আগে রাখতে পারে; তবে কাযা রোযা আগে রাখা উত্তম।(ফাতাওয়া আলমগীরী ১/২০১, শামী ১/১২৫ ) 

 

                স্বাক্ষরঃ

 মুফতী সাইফুল ইসলাম কাসিমী
 ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
 ১৭ যুল ক্ব'দাহ ১৪৪৪হিজরী(06/06/2023)


উত্তর দেখা হয়েছে : 225