প্রশ্ন
কুরবানির বা আকিকার গোশত হিন্দু মানুষ কে দেয়া যাবে কি?
প্রশ্নকারীর নাম: মো মোবারাক হোসেন
প্রশ্নকারীর ঠিকানা: কালিয়া চক
প্রকাশিত: 30-04-2023
উত্তর
ফতওয়া নং ২২
যদি নষ্ট হওয়ার আশঙ্কা না থাকে ও মান্নত কৃত না হয়, তাহলে কুরবানী বা আকীকার গোশত অমুসলিমকেও দেওয়া জায়েয আছে। (আলমগীরী ৫/৩৭১পৃষ্ঠা)
আল্লাহ পাক বলেনঃ দীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে স্বদেশ হতে বহিষ্কার করেনি তাদের প্রতি মহানুভবতা প্রদর্শন ও ন্যায়বিচার করতে আল্লাহ্ তোমাদেরকে নিষেধ করেন না।(সূরা মুমতাহিনা, আয়াত ৮)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৭ যুল ক্ব'দাহ ১৪৪৪হিজরী(27/05/2023)
উত্তর দেখা হয়েছে : 376