রোযা অবস্থায় স্যালাইন, ইনজেকশন, ইনসুলিন ইত্যাদি নেওয়া।

প্রশ্ন

জনাব মুফতি সাহেব, আমি জানতে চাই, রোজা অবস্থায় সেলাইন নেওয়া যাবে কি,এছাড়া ইন্সুলিন নিলে রোজা কি নষ্ট হবে ?

প্রশ্নকারীর নাম: ক্বারী সেখ মিনার উদ্দিন বীরভূমী

প্রশ্নকারীর ঠিকানা: সিউড়ী বীরভূম, ৭৩১১০৩

প্রকাশিত: 04-05-2023

উত্তর

ফাতাওয়া নং ৯২

 

    গোশত অথবা শিরার মধ্যে ইনজেকশন, ইন্সুলিন কিংবা স্যালাইন ব্যবহার করলে রোযা নষ্ট  হবেনা। তবে রোযা অবস্থায় শক্তি লাভের উদ্দেশ্যে  গ্লুকোজ বা ভিটামিন ইনজেকশন অথবা স্যালাইন ব্যবহার করা  মাকরূহ হবে। (তাসহীলে বেহেশতী যেওর:১/৪৪৭,আল মাসাইলুল মুহিম্মাহ:৯৭,জাদীদ ফিক্বহী মাসাইল:১/১২৪ পৃষ্ঠা)

 

 

            স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
লা মুহাররম ১৪৪৪হিজরী(20/07/2023)


উত্তর দেখা হয়েছে : 229