প্রশ্ন
যদি কেউ চেয়ারে নামাজ পরে তাহলে সে কোথাই আর কি ভাবে দারাবে ? যদি চেয়ারে নামাজ পড়ে আর কিয়াম করে তাহলে সে কথাই ডারাবে?
প্রশ্নকারীর নাম: MD ILIAS SK
প্রশ্নকারীর ঠিকানা: Murshidabad
প্রকাশিত: 06-05-2023
উত্তর
ফতওয়া নং ৮৫
সেজদা করতে পারলে, চেয়ারে বসে নামায পড়া জায়েয নয়। যদি সেজদা করার ক্ষমতা না থাকে, তা হলেও পারলে যমীনে বসে নামায পড়া উচিত। চেয়ারে বসে নামায পড়া উচিত নয়। যদি কেউ চেয়ারে বসে নামায পড়ে, তাহলে চেয়ারের পিছনের দুই পায়া কাতারের সোজা রেখে বসবে। আর যেহেতু এই ব্যক্তি সেজদা করতে পারে না, সেহেতু এর দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই। বরং বসে নামায পড়া উত্তম। (নজমুল ফাতাওয়া:২/৪৭৫ পৃষ্ঠা) বিশেষত,যেহেতু এমন ব্যক্তির দাঁড়ানোর কারণে কাতারে বিশৃঙ্খলা তৈরি হয়, সে জন্য এর দাঁড়ানো আদৌ উচিত নয়।(কিতাবুন নাওয়াযিল:৪/৪৩৫)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৫ যুল হিজ্জাহ্ ১৪৪৪হিজরী(14/07/2023)
উত্তর দেখা হয়েছে : 126