মসজিদের জায়গায় ঈদগাহ বানানোর বিধান।

প্রশ্ন

প্রশ্ন নং(১)মসজিদের জায়গায় ঈদগাহ বানানো যায় কি? (২)যেই জায়গায় ঈদগাহ বানানোর পরিকল্পনা করেছি ,তার সম্মুখে কবরস্থান আছে ।এখন এই জায়গায় ঈদগাহ বা ঈদের নামাজ আদায় করলে হবে কি ? (৩)একই জায়গায় যেহেতু কবর স্থান, জানাজা নামাজ হবে কি ? ও ঈদগাহ মাঠে জানাজা নামাজ পড়া যাবে কি ?

প্রশ্নকারীর নাম: মসজিদ কমিটি

প্রশ্নকারীর ঠিকানা: জেলা- দক্ষিণ ২৪ পরগনা / গ্রাম- খেরিয়া ।

প্রকাশিত: 08-05-2023

উত্তর

     
ফতওয়া নং ৩৪

 

    (১)  মসজিদের উন্নয়নের জন্য ওয়াকফ কৃত জায়গা সংশ্লিষ্ট মসজিদের উন্নয়নের জন্যই ব্যবহার করতে হবে। সেটাকে  ঈদগাহে পরিণত করা জায়েয হবে না। তবে, সেখানে ঈদের নামায আদায় করলে, আদায় হয়ে যাবে।(ফাতাওয়া মাহমুদিয়া ১৪/৩৩৭) কিন্তু খেলাফে সুন্নাত হবে এবং ঈদগাহে নামায পড়ার সাওয়াব পাওয়া যাবে না। ঈদের নামায বসতির বাইরে ঈদগাহে আদায় করা সুন্নাত। (ফাতাওয়া হাক্কানিয়া ৩/৩৯৫, ফাতাওয়া আলমগীরী ১/১৫০)

 (২) সেজদার জায়গায় দৃষ্টি রেখে নামায পড়লে সামনে কবর দেখা যায় যেখান থেকে, সেখানে নামায পড়া মাকরূহ।(রদ্দুল মুহতার ১/৫৯৩) 

(৩) ঈদগাহ ময়দানে জানাযার নামায পড়া যায়। তবে সামনে কবর দেখা গেলে মাকরূহ হবে।

(কিতাবুল ফিক্বহ১/৪৪০পৃঃ, ফাতাওয়া দারুল উলুম ৪/৮৭পৃঃ,রদ্দুল মুহতার ১/৩৫২পৃঃ)

                             স্বাক্ষরঃ

                  মুফতী সাইফুল ইসলাম কাসিমী

                      ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।

               ১৭ যুল ক্ব'দাহ ১৪৪৪হিজরী(06/06/2023)


উত্তর দেখা হয়েছে : 221