যাকাতের টাকা দ্বারা শিক্ষকদের বেতন দেওয়া।

প্রশ্ন

যাকাতের টাকা মাদ্রাসায় ব্যবহারের নিয়ম এবং যাকাতের টাকা দিয়ে মাদ্রাসা শিক্ষকদের বেতন দেওয়া যাবে কি? সেটার নিয়ম কি?

প্রশ্নকারীর নাম: আব্দুল আলিম সেখ

প্রশ্নকারীর ঠিকানা: দৌলতাবাদ মুর্শিদাবাদ

প্রকাশিত: 08-05-2023

উত্তর

 

ফতওয়া নং ৩৩

 

      যাকাতের টাকা গরীব-মিসকীনদের হক। তাদেরকেই এর মালিক বানিয়ে দিতে হবে। তা না করে যাকাতের টাকা দিয়ে শিক্ষকদের বেতন দেওয়া জায়েয হবে না। যে গরীব ব্যক্তিকে যাকাতের টাকার মালিক বানানো হবে,সে যদি স্বেচ্ছায় মাদ্রাসায় দান করে দেয়, তাহলে তখন তা দিয়ে  মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসা-শিক্ষকদের বেতন দিতে পারবে, তাতে কোনো দোষ হবে না।

     উল্লেখ্য যে, যাকে যাকাতের টাকা দেওয়া হবে, তাকে এ কথা বলে দেওয়া যাবে না যে, "এই টাকা তোমাকে দেওয়া হচ্ছে বা দেওয়া হবে, তুমি এটা নিয়ে মাদ্রাসায় দান করে দেবে।" তবে মালিক বানানো হয়ে গেলে,দান করার জন্য তাকে উদ্বুদ্ধ করা যেতে পারে ,যাতে সে স্বেচ্ছায় দান করে।(আলমগীরী ৬/৩৯২) 

         আর একটি পদ্ধতি  এটাও অবলম্বন করা যেতে পারে যে, ছাত্রদের  মাসিক ফি নির্ধারণ করতে হবে। এবং ফি এর পরিমাণ   শিক্ষকদের বেতন ইত্যাদি বিবেচনায় রেখে  নির্ধারণ করতে   হবে। তার পর যাকাতের হকদার ছাত্রকে যাকাত ইত্যাদির অর্থ দিয়ে, ফি হিসেবে তার কাছ থেকে নিয়ে নিতে হবে। এখন এই টাকা মাদ্রাসার শিক্ষকদের বেতন ইত্যাদিতে ব্যয় করা যাবে। (সহীহ বুখারীর ১৪৯৫ নং হাদীস দ্রষ্টব্য) 

 

       যদি  সে টাকা নেওয়ার পর ফি পরিশোধ  না করে, তাহলে তার কাছ থেকে জোর পূর্বক নেওয়া যাবে।

       অথবা যদি না দেওয়ার আশঙ্কা থাকে, তাহলে পূর্বেই সাবধান হতে হবে— তার হাতে টাকা না দিয়ে, তাকে বলতে হবে যে, তুমি আমার লোকদের মধ্য থেকে কাউকে আমার কাছ থেকে টাকা নিয়ে ফি পরিশোধ করার জন্য তোমার উকিল নিযুক্ত করো। সে যাকে উকিল নিযুক্ত করবে, তার হাতে টাকা দিবে। অতঃপর   তার কাছ থেকেই তার মুয়াক্কিলের ফি উসুল করে নিবে। 

(আলমগীরী ৬/৩৯২পৃষ্ঠা দ্রষ্টব্য) 

                       স্বাক্ষরঃ

                  মুফতী সাইফুল ইসলাম কাসিমী

                      ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।

               ১৭ যুল ক্ব'দাহ ১৪৪৪হিজরী(06/06/2023)

 


উত্তর দেখা হয়েছে : 347