প্রশ্ন
অনেক মসজিদে রাস্তার ধারে দানবক্স থাকে সেখানে অনেক মুসলিম, অমুসলিম দান করে থাকেন সেই সমস্ত অমুসলিমদের টাকা মসজিদে নেওয়া যাবে কি? আর যদি নেওয়া যায় তাহলে কি কাজে ব্যবহার করতে হবে ?
প্রশ্নকারীর নাম: শেখ মুরসালিন
প্রশ্নকারীর ঠিকানা: জেলা পূর্ব মেদিনীপুর , থানা নন্দীগ্রাম গ্রাম সরবেড়িয়া
প্রকাশিত: 09-05-2023
উত্তর
ফতওয়া নং ২৭
যদি রাস্তার ধারে মসজিদের দান বাক্স রাখা থাকে, আর পথচারীরা সেই বাক্সে দান করে থাকেন, তাহলে উক্ত বাক্সের টাকা ওই মসজিদে নেওয়া জায়েয হবে এবং মসজিদের যে কোনো কাজে ব্যবহার করা যাবে। । দাতারা মুসলিম হউন বা অমুসলিম।
(ফাতাওয়া মাহমুদিয়া ১৮/২৪৭পৃঃ, ফাতাওয়া রশীদিয়া ৫৩৪পৃঃ, আহসানুল ফাতাওয়া ৬/৪৩৯পৃঃ,কিফায়াতুল মুফতী ৭/৭৪পৃঃ দ্রষ্টব্য)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৭ যুল ক্ব'দাহ ১৪৪৪হিজরী(27/05/2023)
উত্তর দেখা হয়েছে : 265