প্রশ্ন
কোন হিন্দু ব্যক্তি যদি মসজিদ নির্মাণের জন্য স্বেচ্ছায় চাঁদা দিতে চায়, সেই পয়সা কি মসজিদ নির্মাণের কাজে লাগানো যাবে ?
প্রশ্নকারীর নাম: Mahmudul Hasan khan
প্রশ্নকারীর ঠিকানা: Chengail aymapara uluberia howrah
প্রকাশিত: 10-05-2023
উত্তর
ফতওয়া নং ২৬
কোন হিন্দু ব্যক্তি যদি নিজের আকীদা অনুযায়ী সৎ কাজ মনে করে মাসজিদ নির্মাণের জন্য চাঁদা দিতে চায় , আর ওই চাঁদা গ্রহণ করলে পরবর্তীতে মুসলমানদের কোনও রূপ ক্ষতির আশঙ্কা না থাকে, তাহলে ওই চাঁদা নেওয়া ও মসজিদে ব্যায় করা জায়েয আছে।মসজিদ নির্মাণের কাজেও লাগানো যাবে। (খইরুল ফাতাওয়া ৬/৪৩৫)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৭ যুল ক্ব'দাহ ১৪৪৪হিজরী(27/05/2023)
উত্তর দেখা হয়েছে : 263