প্রশ্ন
চুলে এবং দাড়িতে কলপ করা (কালো )কাদের জন্য জায়েজ এবং কত বছর পর্যন্ত ?
প্রশ্নকারীর নাম: Md Ariful Mondal
প্রশ্নকারীর ঠিকানা: Vill +P.o DOGACHHIYA P.s Ashoknagar north24parganas
প্রকাশিত: 11-05-2023
উত্তর
ফতওয়া নং ১৪৬
ফতওয়া গ্রাহ্য মত অনুযায়ী শুধুমাত্র জিহাদের ক্ষেত্রে শত্রুকে ভয় দেখানো এবং তার সামনে যৌবন ও শক্তি প্রকাশের জন্য কালো রঙয়ের কলপ ব্যবহার করার অনুমতি আছে । এ ছাড়া সাধারণ অবস্থায় দাড়িতে হোক বা চুলে, পিওর কালো রংয়ের কলপ ব্যবহার করা না জাইয ও হারাম। পিওর কালো রং ছাড়া অন্য যেকোনো রঙের কলপ ব্যবহার করা জাইয;বরং মুস্তাহাব।
অবশ্য ইমাম আবু ইউসুফ (রহঃ) এর মতে, স্ত্রীর উদ্দেশ্যে সাজসজ্জার জন্য কালো রংয়ের কলপ ববহার করার সুযোগ রয়েছে, তবে এই মতের উপর ফতোয়া নয়। ( শামী ৬/৪২২, জাদীদ মু‘আমালাত কে শরঈ আহকাম ৩/২৪৯)
রাসূলুল্লাহ (সল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ শেষ যুগে এমন সম্প্রদায়ের আবির্ভাব হবে, যারা কবুতরের গলায় থলের ন্যায় কালো রঙের খেযাব লাগাবে। তারা জান্নাতের ঘ্রানও পাবে না। (আবু দাউদ, হাদীস নং ৪২১২)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২১ সফর,১৪৪৫হিজরী(8/09/2023)
উত্তর দেখা হয়েছে : 141