প্রশ্ন
আমাদের অমুসলিম সহকর্মীরা আমাদের মসজিদের নির্মাণের কাজে স্বেচ্ছায় চাঁদা ইত্যাদি দিতে চাই তাদের চাঁদার পয়সা মসজিদ নির্মাণের কাজে লাগানো যাবে কি?
প্রশ্নকারীর নাম: Mahmudul Hasan khan
প্রশ্নকারীর ঠিকানা: Chengail aymapara uluberia howrah
প্রকাশিত: 11-05-2023
উত্তর
ফতওয়া নং ৮৬
অমুসলিম ব্যক্তি যদি নিজের আকীদা অনুযায়ী সৎ কাজ মনে করে মাসজিদ নির্মাণের জন্য চাঁদা দিতে চায়, আর ওই চাঁদা গ্রহণ করলে পরবর্তীতে মুসলমানদের কোনও রূপ ক্ষতির আশঙ্কা না থাকে, তাহলে উক্ত চাঁদার পয়সা নেওয়া এবং মসজিদে ব্যায় করা জায়েয আছে। মসজিদ নির্মাণের কাজেও লাগানো যাবে। (খইরুল ফাতাওয়া ৬/৪৩৫)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৫ যুল হিজ্জাহ্ ১৪৪৪হিজরী(14/07/2023)
উত্তর দেখা হয়েছে : 152