মায়ের দুধ বাচ্চা কতদিন পান করতে পারবে?

প্রশ্ন

হুজুর আমি জানতে চাই মায়ের দুধ বাচ্চা কতদিন খেতে পারবে

প্রশ্নকারীর নাম: Abdul Halim Molla

প্রশ্নকারীর ঠিকানা: Bakultala jaynagar South 24parganas

প্রকাশিত: 12-05-2023

উত্তর

ফতওয়া নং ২১

 

       মায়ের দুধ বাচ্চা সর্বাধিক দু'বছর বয়স পর্যন্ত পান করতে পারবে। দু'বছর বয়সের পর মায়ের দুধ পান করা না জায়েয ও হারাম।(শামী সহ দুর্রে মুখতার ৪/২৯২)

সূরা বাক্বারার ২৩৩ নং আয়াতে আল্লাহ পাক বলেনঃ যে দুধপানের মিয়াদ পূর্ণ করতে চায়,তার জন্য মায়েরা তাদের সন্তানদেরকে পূর্ণ দুই বৎসর দুধ পান করাবে।

                 

            স্বাক্ষরঃ  

   মুফতী সাইফুল ইসলাম কাসিমী
   ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
   ২ যুল ক্ব'দাহ ১৪৪৪হিজরী(23/05/2023)
                    


উত্তর দেখা হয়েছে : 164