প্রশ্ন
আমার প্রশ্ন হলো, আমি একজনের কাছ থেকে দেড় লাখ টাকা ঋণ নিয়ে ব্যবসা করছি এবং আমি দেড় লাখ টাকা ঋণী হয়ে আছি। তাহলে কি আমার উপর কুরবানী করা ওয়াজিব ?
প্রশ্নকারীর নাম: ইফতেখার আলম
প্রশ্নকারীর ঠিকানা: কোলকাতা
প্রকাশিত: 14-05-2023
উত্তর
ফতওয়া নং ৩১
যে পরিমাণ ঋণ এ বছর পরিশোধ করা আপনার জন্য বাধ্যতামূলক, সে পরিমাণ টাকা ও মৌলিক প্রয়োজনীয় জিনিস বাদ দেওয়ার পরও যদি নেসাব পরিমাণ অর্থাৎ ৬১২ গ্রাম ৩৬০মিলিগ্রাম রূপোর মূল্য পরিমাণ সম্পদ কুরবানীর দিনে আপনার মালিকানায় থাকে, তাহলে আপনার উপর কুরবানী ওয়াজিব, আর যদি নেসাবের চেয়ে কম থাকে তাহলে ওয়াজিব নয়। (আলমগীরী৫/২৯২পৃষ্ঠা)
স্বাক্ষরঃ
ফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৭ যুল ক্ব'দাহ ১৪৪৪হিজরী(06/06/2023)
উত্তর দেখা হয়েছে : 285